ছোট ছোট কথা , ছোট ছোট আশা ।
ছোট্ট একটা দুঃখ আর ভালবাসা ।
ছোট একটা খুশি আমায় মারে ঘুসি ,
বলে চল বেরিয়ে আসি , খুজি আরো কিছু খুশি ।
আহা কি আনন্দের সেই দিন গুলি ,
দাও ফিরিয়ে দাও আমায় সেই দিন গুলি।
ক্লাস এর অফ প্রিয়ডে সেই গান ধরা ,
পাশের কেউ শুনে ধরতো সেই ফওয়ারা।
ছোট কিছু কথাতে কারো চোখের জল ফেলা ,
অমনি পরত সবার উপর ,তাকে হাসাবার পালা ।
কি মজার ছিল সেই ছোট ছোট বুলি ।
দাও ফিরিয়ে দাও আমায় সেই দিন গুলি।
বান্ধবী দের বলে কিছু সেই ছুটে পালানো,
সেই দেখে হইতো ,অনেকের লাগেনি ভালো কখনো ।
কোথায় কোথায় সেই বন্ধু বান্ধবী গুলি ,
দাও ফিরিয়ে দাও আমায় সেই দিন গুলি।
টিফিন এর প্রিয়ড এ সেই ঘোর বর্ষা ,
মনে জাগতো আনন্দ ,লাগতো ভেজার পিপাসা ,
পিপাসা মিটিয়ে সকলকে ভিজিয়ে ,
বলতাম অনেক কথা চেচিয়ে চেচিয়ে ।
সেই দিন গুলির উপর মন তুলে ছিল তুলি
দাও ফিরিয়ে দাও আমায় সেই দিন গুলি।
ক্লাসে বা প্রাইভেট কারো পিছনে লেজ ঝোলানো ,
কেনো আমার পিছনে লেজ কেও ঝলায়নি কখনো ।
স্কুল বা প্রাইভেট পালিয়ে কোথাও আড্ডায়,
জমতো আড্ডাটা কাওকে নিয়ে ঠাট্টায় ।
সেই সময় বেরোত অনেকের অনেক কথার বুলি ,
দাও ফিরিয়ে দাও আমায় সেই দিন গুলি।
কিছু কিছু প্রিয়ডে সেই আমাদের দুষ্টমি ,
হইতো স্যার বুঝতেন আমাদের ধুরতমি।
বীনা দোষে কোনো স্যার এর তিরস্কার ,
এখন মনেহই সেটাই ছিল আমাদের পুরস্কার ,
ক্লাসসে অনকের ছিল অনেক জ্ঞানের ঝুলি ।
দাও ফিরিয়ে দাও আমায় সেই দিন গুলি।
No comments:
Post a Comment